Posts

Showing posts from January, 2023

সংখ্যা পদ্ধতির রুপান্তর(Conversion of Number System)

  Skip to co সংখ্যা পদ্ধতির রুপান্তর(Conversion of Number System) এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করাকে সংখ্যা পদ্ধতির রুপান্তর বলে। আমরা দশমিক,বাইনারি,অক্টাল,হেক্সাডেসিমাল ও অন্যান্য ভিত্তি বিশিষ্ট সংখ্যা পদ্ধতির মধ্যে খুব সহজেই পারস্পারিক পরিবর্তন করতে পারি। এবং এই পরিবর্তনগুলো আমরা নিম্নোক্ত ৪টি প্রধান নিয়মে শিখতে পারি- নিয়ম-০১: দশমিক সংখ্যা থেকে বাইনারি,অক্টাল,হেক্সাডেসিমাল ও অন্যান্য ভিত্তি বিশিষ্ট সংখ্যায় রুপান্তর। অর্থাৎ দশমিক সংখ্যা থেকে অন্য যে কোন সংখ্যায় রুপান্তর। ***যে কোন সংখ্যার ১ বা ২ টি অংশ থাকতে পারে। যথা-পূর্ণাংশ ও ভগ্নাংশ। নিচে পূর্ণাংশ ও ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মসহ রুপান্তর দেখানো হলো- পূর্ণাংশের ক্ষেত্রে- ধাপ-০১:  যে সংখ্যা পদ্ধতিতে রুপান্তর করবো তার বেস বা ভিত্তি দিয়ে দশমিক পূর্ণ সংখ্যাটিকে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। ধাপ-০২:  প্রাপ্ত ভাগফলকে আবার কাঙ্খিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। ধাপ-০৩:  এইভাবে(ধাপ-০২ অনুসারে) পর্যায়ক্রমে ভাগ করতে থাকি যতক্ষণ না ভাগফলের ঘরে শূন্য হয়। ধাপ-০৪:  সংরক্ষি...

সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা

    তথ্য-প্রযুক্তি সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা প্রিয় পাঠক, আসসালামুআলাইকুম। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলো-সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা। তো চলুন শুরু করি। মূল আলোচ্য বিষয়গুলো দেখুন; সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা নিচে সফটওয়্যার কত প্রকার ও কি কি, সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা বা সফটওয়্যারের প্রকারভেদ ও তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। সফটওয়্যার কত প্রকার ও কি কি? কম্পিউটার সফটওয়্যারকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যেমন; সিস্টেম সফটওয়্যার (System Software) অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) নিচে সিস্টেম সফটওয়্যার (System Software) ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ১. সিস্টেম সফটওয়্যার (System Software) সিস্টেম সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি ? কম্পিউটার অন করার সাথে সাথে কম্পিউটার স্মৃতিতে ব্যবহারিক প্রোগ্রাম পড়ে নিতে এবং পঠিত প্রোগ্রামকে পরীক্ষণ ও চালনার জন্য যে সমস্...

হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি?

Image
  হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি? ১.  Keyboard & mouse  : Keyboard এবং mouse এর ব্যাপারে আমরা সবাই জানি। এই দুটি এমন এক্সটার্নাল হার্ডওয়্যার যেগুলি ছাড়া একটি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করাটা অসম্ভব। কম্পিউটারে কিবোর্ডের ব্যবহার কোরে আমরা text বা অন্য characters, এর বিভিন্ন প্রোগ্রামে লিখতে পারি। Mouse এমন এক অসাধারণ এক্সটার্নাল হার্ডওয়্যার যেটাকে একটি “ pointer ” বলেও বলা যেতে পারে। মাউসকে নিজের হাত দিয়ে পরিচালনা (operate) করতে হয়। পুরো কম্পিউটারের সব ধরণের প্রোগ্রাম গুলি, নিয়ন্ত্রণ করার জন্য এবং প্রোগ্রাম গুলিকে নির্দেশ দেয়ার জন্য, মাউস (mouse) নামের hardware component টির ব্যবহার করতেই হবে। ২.  Monitor (display unit)  : Computer Monitor ব্যবহারের ফলে আমরা আমাদের কম্পিউটারের সব ধরণের output নিজের চোখে দেখতে পাই। মানে, ধরুন আমরা কম্পিউটারে একটি ভিডিও এডিট করছি বা MS excel এ কিছু কাজ করছি। যদি আমরা আমাদের কাজের প্রক্রিয়া চোখে দেখতেই না পারি, তাহলে কাজ করবো কিভাবে। তাই, মনিটরের (monitor) ব্যবহারের ফলে আমরা আমাদের কম্পিউটারের প্রোগ্রাম ...