হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি?
হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি?
১. Keyboard & mouse :
Keyboard এবং mouse এর ব্যাপারে আমরা সবাই জানি। এই দুটি এমন এক্সটার্নাল হার্ডওয়্যার যেগুলি ছাড়া একটি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করাটা অসম্ভব।
কম্পিউটারে কিবোর্ডের ব্যবহার কোরে আমরা text বা অন্য characters, এর বিভিন্ন প্রোগ্রামে লিখতে পারি।
Mouse এমন এক অসাধারণ এক্সটার্নাল হার্ডওয়্যার যেটাকে একটি “pointer” বলেও বলা যেতে পারে। মাউসকে নিজের হাত দিয়ে পরিচালনা (operate) করতে হয়।
পুরো কম্পিউটারের সব ধরণের প্রোগ্রাম গুলি, নিয়ন্ত্রণ করার জন্য এবং প্রোগ্রাম গুলিকে নির্দেশ দেয়ার জন্য, মাউস (mouse) নামের hardware component টির ব্যবহার করতেই হবে।
২. Monitor (display unit) :
Computer Monitor ব্যবহারের ফলে আমরা আমাদের কম্পিউটারের সব ধরণের output নিজের চোখে দেখতে পাই। মানে, ধরুন আমরা কম্পিউটারে একটি ভিডিও এডিট করছি বা MS excel এ কিছু কাজ করছি।
যদি আমরা আমাদের কাজের প্রক্রিয়া চোখে দেখতেই না পারি, তাহলে কাজ করবো কিভাবে।
তাই, মনিটরের (monitor) ব্যবহারের ফলে আমরা আমাদের কম্পিউটারের প্রোগ্রাম গুলির মাধ্যমে করা সব ধরণের প্রক্রিয়া চোখে দেখতে পারি। মনিটরের গঠন এবং কাজ প্রায় পুরোটাই TV মতোই।
৩. Speakers :
কম্পিউটারে আমরা আলাদা ভাবে speakers বা sound system লাগিয়ে শব্দ শুনার জন্য ব্যবহার করতে পারি।
Speakers হলো কম্পিউটারের এক output device যেটা একটি এক্সটার্নাল হার্ডওয়্যার। এবং, গান শুনার সময়, ভিডিও দেখার সময় বা গেম খেলার সময় এই speakers গুলি আমাদের sound শুনতে সাহায্য করে।
৪. Printers :
Printer হলো একটি output device যাকে external HW. এর ভেতরে ধরা হয়। এই, হার্ডওয়্যার ব্যবহার কোরে, আমরা কম্পিউটারের থেকে ডাটা (data), ছবি (images), লেখন (text) কাগজের মাধ্যমে ছেপে (print) সেগুলির output নিতে পারি।
প্রিন্টারের মাধ্যমে, ডাটার আউটপুট নেয়াটা অনেক সহজ এবং দ্রুত প্রক্রিয়া।
৫. External flash drive :
একটি flash drive হলো, ছোট্ট এবং সহজে যেকোনো জায়গায় নিয়ে যেতে পাড়া এক ধরণের storage device যার কাজ hard disc এর মতোই। একটি Hard drive কম্পিউটারের CPU র ভেতরে লাগানো থাকে এবং যেটাকে তার জায়গার থেকে সরানো যায়না।
তবে, এই flash drive গুলি ব্যবহার করে, আপনারা যেকোনো কম্পিউটার থেকে files, data, movies বা games copy করে নিতে পারবেন, এবং তারপর অন্য যেকোনো কম্পিউটারে সেই ডাটা বা ফাইল গুলি transfer করতে পারবেন।
Flash drive গুলি, বিভিন্ন storage size এর পাওয়া যায়। যেমন, ৮ জিবি থেকে ৬৪ জিবি বা আরো বেশি। কিছু কিছু 3.0 USB flash drive, আপনারা ২ টিবি অব্দি সাইজের পেয়ে যাবেন।
কম্পিউটারের CPU তে থাকা USB port এর মাধ্যমে এই ফ্ল্যাশ ড্রাইভ গুলি লাগাতে হয়।
এই ধরণের কম্পিউটার হার্ডওয়্যার অনেক জনপ্রিয় ও লোকেদের মধ্যে প্রচলিত।
হার্ডওয়্যার আপগ্রেড (hardware upgrade) মানে কি ?
যখন আমাদের কম্পিউটারে থাকা বিভিন্ন হার্ডওয়্যার অংশ গুলি খারাপ হয়ে যায় বা কম ক্ষমতার হার্ডওয়্যার সরিয়ে অধিক ক্ষমতার নতুন হার্ডওয়্যার লাগানো হয়, তখন এই প্রক্রিয়াকেই “Hardware upgrade” বলা হয়।
Hardware upgrade, বেশিরভাগ লোকেরাই তাদের কম্পিউটারের performance, speed এবং ক্ষমতা বাড়িয়ে নেয়ার জন্য করেন।
উদাহরণ স্বরূপে,
ধরুন আমার কম্পিউটারে ৪ জিবি রেম (RAM) লাগানো আছে। এখন, আমি যদি নিজের কম্পিউটারের performance বৃদ্ধি করার জন্য, আরো একটি ৪ জিবি রেম (RAM) বা একটি সম্পূর্ণ ৮ জিবি রেম সিস্টেমে লাগিয়ে নেই, তাহলে এই প্রক্রিয়াকেই “হার্ডওয়্যার আপগ্রেড” বলা হয়।

Comments
Post a Comment