সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা
সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা
প্রিয় পাঠক, আসসালামুআলাইকুম। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলো-সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা। তো চলুন শুরু করি।
মূল আলোচ্য বিষয়গুলো দেখুন;
সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা
নিচে সফটওয়্যার কত প্রকার ও কি কি, সফটওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা বা সফটওয়্যারের প্রকারভেদ ও তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
সফটওয়্যার কত প্রকার ও কি কি?
কম্পিউটার সফটওয়্যারকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যেমন;
সিস্টেম সফটওয়্যার (System Software)
অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)
নিচে সিস্টেম সফটওয়্যার (System Software) ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
১. সিস্টেম সফটওয়্যার (System Software)
সিস্টেম সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি ?
কম্পিউটার অন করার সাথে সাথে কম্পিউটার স্মৃতিতে ব্যবহারিক প্রোগ্রাম পড়ে নিতে এবং পঠিত প্রোগ্রামকে পরীক্ষণ ও চালনার জন্য যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলে।
সিস্টেম সফটওয়্যার (System Software) কম্পিউটারের অবিচ্ছেদ্য অংশ। ইহা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের সঙ্গে সংযোগ রক্ষা করে।
সিস্টেম সফটওয়্যার কত প্রকার ও কি কি ?
সিস্টেম সফটওয়্যার ৩ প্রকার। অথবা সিস্টেম সফটওয়্যার (System Software)-কে প্রধানত তিনভাগে ভাগ করা যায়।
সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম (System Management Program)
সিস্টেম সহায়ক প্রোগ্রাম (System Support Program)
সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম (System Development Program)
নিচে প্রত্যেকটি সফটওয়্যার নিয়ে যেমনঃ- সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম (System Management Program) ,সিস্টেম সহায়ক প্রোগ্রাম (System Support Program) এবং সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম (System Development Program) নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো।
১. সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম (System Management Program) :
সিস্টেম ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণ প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা/ডেটা, প্রোগ্রাম, বিভিন্ন ডিভাইস এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়।
সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রামের সমন্বয়ে গঠিত হয়। যথাঃ
অপারেটিং সিস্টেম প্রোগ্রাম (Operating System Program)
ডাটাবেইজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System Program)
নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম (Network Management System Program)
২. সিস্টেম সহায়ক প্রোগ্রাম (System Support Program) :
সিস্টেম সহায়ক প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার ব্যবহারকারী সার্ভিস প্রোগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রোগ্রাম এবং কাজের হিসাব নিকাশসহ ইত্যাদি কাজ কার্যকর করতে পারে।
সিস্টেম সহায়ক প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রামগুলো নিয়ে গঠিত। যথাঃ
সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম (System Utility Program)
সিস্টেম পারফরমেন্স প্রোগ্রাম (System Performance Program)
সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম (System Security Program)
৩. সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম (System Development Program) :
সিস্টেম উন্নয়ন/ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবহার করে ব্যবহারিক প্রোগ্রাম উন্নয়ন করা যায় এবং বিভিন্ন ব্যবহারিক সমস্যা সমাধান করা যায়।
সিস্টেম উন্নয়ন/ডেভেলপমেন্ট সহায়ক প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রামগুলো নিয়ে গঠিত। যথাঃ
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ও (Programming Language Translator and)
কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যাকেজসমূহ (Computer Aided Software Engineering Packages)
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বা কাকে বলে?
সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। সমস্যার ধরণ ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি করে থাকে।
এ ধরনের প্রোগ্রাম সাধারণত উচ্চতরের ভাষায় লিখা হয় বা কোনো সাধারণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে প্রোগ্রাম তৈরি করে থাকে।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর প্রকারভেদঃ
অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুইভাগে ভাগ করা যায়। যথাঃ
প্যাকেজ প্রোগ্রাম ও
ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম।
এখন আমরা প্যাকেজ প্রোগ্রাম ও ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানবো।
(i) প্যাকেজ প্রোগ্রাম (Package Program):
কম্পিউটার প্যাকেজ প্রোগ্রাম কি?
উত্তরঃ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য অনেক রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা আস্থায় পাওয়া যায়। ব্যবহারকারী তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বাজার থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্রয় করে থাকে।
অনেক সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্টান এসব প্রোগ্রাম বাজারজাত করে থাকে। বাণিজ্যিক ভিত্তিতে প্রাপ্ত এসব সফটওয়্যারকে প্যাকেজ প্রোগ্রাম বলে।
নিম্নে কয়েকটি প্যাকেজ প্রোগ্রামের নাম তুলে ধরা হলো।
MS WORD বা Microsoft Word
MS EXCEL বা Microsoft Excel
MS POWER POINT বা Microsoft Power-Point
➡️ Mamun ict
Gmail:- mamunict201@gmail.com
Jhenaigati,Sherpur
Comments
Post a Comment