HSC ICT চতুর্থ অধ্যায়- HTML (ওয়েব ডিজাইন)
পাঠ্য় আলোচনা- ওয়েব ডিজাইন এই পাঠ শেষে যা যা শিখতে পারবে- ১। ওয়েব ডিজাইন ব্যাখ্যা করতে পারবে। ২। ওয়েব ডিজাইন সম্পর্কিত বিভিন্ন টার্ম গুলো ব্যাখ্যা করতে পারবে। Go for English Version ওয়েব ডিজাইন কী? ওয়েব ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েবপেইজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েবপেইজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলি নির্ধারন করা হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয়। যেমন- Dreamweaver, Photoshop ইত্যাদি। ইন্টারনেট কী? ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা । ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থাও বলা হয়। 1969 সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম আরপানেট ( ARPANET-Advanced Research Projects Administration Network) দিয়ে যাত্রা শুরু হয়। ওয়েব কী? WWW কী? ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। ওয়েব কে www (World Wide Web) ও বল...